
Report: Nikhil Agarwal: বাড়ি তো নয়, যেন চিড়িয়াখানা। দেওয়ালে অদ্ভুত সব ছবি। কোথাও চক্র আঁকা, কোথাও ত্রিশূল। কোথাও আবার আজব মুখমণ্ডল। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের সঙ্গে কী তন্ত্রমন্ত্রের যোগ রয়েছে?
অভিযোগ, সৌরভ রাজপুতকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছেন স্ত্রী মুসকান এবং তাঁর প্রেমিক সাহিল শুক্লা। তারপর দেহ টুকরো টুকরো করে কেটে ড্রামে ভরে রাখেন তাঁরা। কিন্তু শেষরক্ষা হয়নি। দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, সাহিল তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। তাঁর বাড়ির দেওয়ালে নানা রকমের ছবি আঁকা। খুনের ঘটনার পর সাহিলের বাড়ি থেকে রহাস্যজনক জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। খুনের পর মুসকান ওই বাড়িতেই ছিলেন। মদ, বিড়াল, নুন দিয়ে এক ধরণের ব্ল্যাকম্যাজিক করতেন তারা।
শুধু তাই নয়। দাবি করা হচ্ছে, সাহিল মৃত মায়ের সঙ্গে স্ন্যাপচ্যাটে কথা বলতেন। এমনকী, তিনি দাবি করেছেন, মায়ের আদেশেই না কি সৌরভকে খুন করেছেন তাঁরা। এদিকে মুসকান নিজেই মৃত মায়ের নামে ভুয়ো অ্যাকাউন্ট চ্যাট করতেন বলে জানা গিয়েছে।
সাহিলের দিদা বলেন, “আমার নাতি মাদক নিত কি না জানি না। তবে মেয়েটির বাড়িতে যেত। তবে কখনও আমাদের বারিতে তাঁকে আনেনি। আমার মেয়ে প্রায় ১৯-২০ বছর আগেই মারা গিয়েছেন। তাঁর ছবি এখনও ঘরের দেওয়ালে ঝুলছে। সাহিল তাঁরই ছেলে। জামাই (সাহিলের বাবা) নয়ডায় থাকেন। মাঝেমধ্যে এখানে আসেন। তিনি আমার খরচখরচার টাকা পাঠান। তবে সাহিল সারাক্ষণ কম্পিউটারে কী করত, আমি জানি না।”
জামাই সৌরভের প্রশংসায় পঞ্চমুখ মুসকানের মা। বলেন, “আমাদের মেয়েকে অন্ধের মতো ভালবাসত। সৌরভ যেদিন লন্ডনে গেল, সেদিন থেকেই মেয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। আমাদের সঙ্গেও থাকত না। মেয়ে মাত্র একবছর শ্বশুরবাড়িতে ছিল। সৌরভকেও ওঁর পরিবার থেকে আলাদা করে। আমাদের মেয়েই খারাপ।’’
সৌরভের মৃত্যুর ন্যায়বিচার চেয়েছেন মুসকানের মা কবিতা রাস্তোগী। তাঁর কথায়, “আমরা চাই, মেয়ে কৃতকর্মের শাস্তি পাক। সৌরভ আমার মেয়ের জন্য নিজের পরিবারকে ছেড়ে দিয়েছিল। ওঁর বাবা-মায়ের কোটি কোটি টাকার সম্পত্তি। একমুহূর্ত ভাবেনি। কিন্তু আমাদের মেয়ে কী করল?”
মুসকান মাদকে আসক্ত ছিল বলেও দাবি করেছেন তাঁর মা, “সৌরভ সবকিছুতেই মুসকানের পাশে থাক্ত। অথচ আমাদের মেয়ে তাঁকেই খুন করল। এমন মানুষ বেঁচে থাকার যোগ্য নয়। দুপুর ১২টার আগে ঘুম থেকে উঠত না। আমরা সৌরভকে বলেছিলাম, ওর ১০ কেজি ওজন কমে গিয়েছে। তখনও বুঝিনি, সাহিল ওকে নেশা করাচ্ছে।’’
Report: Nikhil Agarwal: বাড়ি তো নয়, যেন চিড়িয়াখানা। দেওয়ালে অদ্ভুত সব ছবি। কোথাও চক্র আঁকা, কোথাও ত্রিশূল। কোথাও আবার আজব মুখমণ্ডল। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের সঙ্গে কী তন্ত্রমন্ত্রের যোগ রয়েছে?